বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ২৯ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিত ‘সাধারণ’ পরিষদের সভার সিদ্ধান্ত মোতাবেক ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান হতে (শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা/থানা, জেলা, উপ-অঞ্চল, অঞ্চল ও জাতীয়) জাতীয় পর্যায় পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সময়সূচি: ২০২৫
প্রতিষ্ঠান পর্যায়ে
০১-০৯-২০২৫ খ্রি হতে ০৩-০৯-২০২৫ খ্রি. ০৩ দিন
(স্কুল, মাদ্রাসা ও কারিগরি-ভোকেশনাল) উপজেলা/থানা পর্যায়ে
০৬-০৯-২০২৫ খ্রি.হতে ১০-০৯-২০২৫ খ্রি. ০৫দিন
জেলা পর্যায়ে
১৩-০৯-২০২৫ খ্রি. হতে ১৫-০৯-২০২৫ খ্রি. ০৩ দিন
উপ-অঞ্চল পর্যায়ে
১৭-০৯-২০২৫ খ্রি. হতে ১৯-০৯-২০২৫ খ্রি. ০৩ দিন
অঞ্চল পর্যায়ে ২১-০৯-২০২৫ খ্রি. হতে ২৩-০৯-২০২৫ খ্রি. ০৩দিন
জাতীয় পর্যায়ে (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে)
২৫-০৯-২০২৫ খ্রি. হতে ২৯-০৯-২০২৫ খ্রি. ০৫ দিন
৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা (সাঁতার, ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, দাবা)
০১। সাঁতার
(ক) বালক-বালিকা (বড়)
বালক/বালিকা মধ্যম অনূর্ধ্ব ১৪বছর
জন্ম ০১-০৯-২০১১ অথবা এর পরে
বালক মধ্যম উচ্চতা ৫ফুট ৩ইঞ্চি
বালিকা মধ্যম উচ্চতা ৫ফুট এর নিচে হতে হবে
৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর জন্য
১। ৫ম শ্রেণির প্রত্যয়নপত্র
২। ৬ষ্ঠ শ্রেণির cSIF এর অনুলিপি
৩। বর্তমান প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র
৪। শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন
৫। পিতা ও মাতার এনআইডি কার্ডের অনুলিপি
৬। পিতা/মাতার মোবাইল নম্বর:
৭। 3R ছবি (একক খেলার ক্ষেত্রে)
৮। ফরম (একক খেলার ক্ষেত্রে পরিশিষ্ট: ‘ক’,’গ’ ‘ঘ’)
৯। ফরম (দলীয় খেলার জন্য ‘ঙ’ ফর্ম)
১০। পুরণকৃত পরিশিষ্ট: ‘খ’ ফর্ম প্রতিষ্ঠানে সংরক্ষিত থাকবে।
৭ম শ্রেণির শিক্ষার্থীর জন্য
১। ৫ম শ্রেণির প্রত্যয়নপত্র
২। ৬ষ্ঠ শ্রেণির/২০২৪ সালের রেজিস্ট্রেশন কার্ডের অনুলিপি
৩। বর্তমান প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র
৪। শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন
৫। পিতা ও মাতার এনআইডি কার্ডের অনুলিপি
৬। পিতা/মাতার মোবাইল নম্বর:
৭। 3R ছবি (একক খেলার ক্ষেত্রে)
৮। ফরম (একক খেলার ক্ষেত্রে পরিশিষ্ট: ‘ক”গ’, ‘ঘ’)
৯। ফরম (দলীয় খেলার জন্য ‘ঙ’ ফর্ম)
১০। পুরণকৃত পরিশিষ্ট: ‘খ’ ফর্ম প্রতিষ্ঠানে সংরক্ষিত থাকবে।
৮ম শ্রেণির শিক্ষার্থীর জন্য
১। ৫ম শ্রেণির প্রত্যয়নপত্র
২। ৬ষ্ঠ শ্রেণির/২০২৩ সালের এর রেজিস্ট্রেশন কার্ডের অনুলিপি
৩। বর্তমান প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র
৪। শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন
৫। পিতা ও মাতার এনআইডি কার্ডের অনুলিপি
৬। পিতা/মাতার মোবাইল নম্বর:
৭। 3R ছবি (একক খেলার ক্ষেত্রে)
৮। ফরম (একক খেলার ক্ষেত্রে পরিশিষ্ট: ‘ক”গ’, ‘ঘ)
৯। ফরম (দলীয় খেলার জন্য ‘ঙ’ ফর্ম)
১০। পুরণকৃত পরিশিষ্ট: ‘খ’ ফর্ম প্রতিষ্ঠানে সংরক্ষিত থাকবে।
জন্ম ০১-০৯-২০০৮ অথবা এর পরে বালক/বালিকা বড় অনূর্ধ্ব ১৭বছর
৯ম শ্রেণির শিক্ষার্থীর জন্য
১। জেএসসি/জেডিসি ২০২৪ সালের রেজিস্ট্রেশন কার্ডের অনুলিপি
২। বর্তমান প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র
৩। শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন
৪। পিতা ও মাতার এনআইডি কার্ডের অনুলিপি
৫। পিতা/মাতার মোবাইল নম্বর:
৬। 3R ছবি (একক খেলার ক্ষেত্রে)
৭। ফরম (একক খেলার ক্ষেত্রে পরিশিষ্ট: ‘ক”গ’ ‘ঘ’)
৮। ফরম (দলীয় খেলার জন্য ‘ঙ’ ফর্ম)।
৯। প্রতিষ্ঠান পরিবর্তনের ক্ষেত্রে মূল ছাড়পত্র (TC) প্রদর্শন করতে হবে।
১০। পুরণকৃত পরিশিষ্ট: ‘খ’ ফর্ম প্রতিষ্ঠানে সংরক্ষিত থাকবে।
১০ম শ্রেণির শিক্ষার্থীর জন্য
১। জেএসসি/জেডিসি ২০২৩ সালের রেজিস্ট্রেশন কার্ডের অনুলিপি
২। ৯ম শ্রেণির eSIF প্রিন্ট মূল কপি
৩। বর্তমান প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র
৪। শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন
৫। পিতা ও মাতার এনআইডি কার্ডের অনুলিপি
৬। পিতা/মাতার মোবাইল নম্বর:
৭। 3R ছবি (একক খেলার ক্ষেত্রে)
৮। ফরম (একক খেলার ক্ষেত্রে পরিশিষ্ট: ‘ক’, ‘গঘ)
৯। ফরম (দলীয় খেলার জন্য ‘ড’ ফর্ম)।
১০। প্রতিষ্ঠান পরিবর্তনের ক্ষেত্রে মূল ছাড়পত্র (TC) প্রদর্শন করতে হবে।
১১। পুরণকৃত পরিশিষ্ট: ‘খ’ ফর্ম প্রতিষ্ঠানে সংরক্ষিত থাকবে।