Welcome to Khilgaon Govt. Colony School & College

Khilgaon Govt. Colony School & College

আদর্শ শিক্ষায় আলোকিত মানুষ গড়ার অঙ্গীকার নিয়ে ১ জানুয়ারি ১৯৭৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ঢাকা শহরের প্রানকেন্দ্রে খিলগাঁও খিদমাহ হাসপাতালের পশ্চিমপার্শ্বে ও মালিবাগ বাজারের পূর্বদিকে এবং আনসার সদর দপ্তরের মেইন গেট (দক্ষিন) সংলগ্ন মনোরম পরিবেশে দাঁড়িয়ে আছে খিলগাঁও গভঃ কলোনি স্কুল অ্যান্ড কলেজ। অত্র শিক্ষা প্রতিষ্ঠানে প্লে থেকে দ্বাদশ শ্রেনি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলমান। মাধ্যমিক শাখায় দুইটি শিফট (প্রভাতী ও দিবা) চালু আছে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমাদের তিনটি শাখা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিদ্যমান। আধুনিক পাঠদান পদ্বতি, দক্ষ অধ্যক্ষসহ শিক্ষকমন্ডলী, সুপরিসর ক্লাশরুম, শিক্ষার্থীদের পৃথক ক্লাসের ব্যবস্থা এবং কর্তৃপক্ষের সুদক্ষ পরিচালনায় অত্র শিক্ষা প্রতিষ্ঠানটি উত্তরোত্তর সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে।